Posts

ঠাকুরগাঁও পীরগঞ্জে নির্বাচনের দাবীতে আন্দোলন করছে ট্রাক-ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়ন

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ট্রাক-ট্যাংলড়ি,কাভার্ড ভ্যান ও পিক আপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী কার্যক্রম চলা কালে গোপনে মনগড়া সেলেকশন কমিটি বাতিল করে তালিকাভুক্ত সংখ্যাগরিষ্ট শ্রমিকরা নিয়ম তান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে ভোটের দাবীতে লাগানো পোষ্টার ছিড়ে ফেলার বিচার দাবীতে ১৭ সেপ্টেম্বর পীরগঞ্জ ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। জানা যায়, চলতি বৎসরে পীরগঞ্জ শ্রমকল্যান উপ-পরিষদের কমিটির মেয়াদ শেষ হলে পরবর্তী নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সর্বসম্মত সিদ্ধান্ত মতে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। প্রার্থীরা দিনরাত ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষে করার এক পর্যায়ে আকষ্মিকভাবে মেয়াদ উত্তীর্ন কমিটির সভাপতি ও তার কয়েকজন সহযোগীর গোপন তৎপরতায় রাতারাতি একটি গোপন কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষনার আগেই সেলেকশন মানিনা ইলেকশন চাই স্লোগান নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় প্রতিদিনই বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং অব্যাহত থাকার পর ভোটের দাবীতে ১৭ সেপ্টেম্বর পোষ্টারে ছেয়ে যায় শহরের অলিগলি। সেলেকশন কমিটির কতিপয় নেতা পেশ

নির্বাচন নিয়ে নির্বাচন কমিটির তাল বাহানা

Image
ঠাকুরগাঁও জেলার ট্রাক ট্যাংলড়ি ও কাভাড় ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ-১৯৯২ ও বাংলাদেশ শ্রমিক ফেডারশনের অন্তরভুক্ত। পীরগঞ্জ থানার উপ-পরিষদ কার্যালয়ের ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে নির্বাচন কমিটির তালবাহানা শুরু করেছে । সকল শ্রমিক এর অভিযোগ নির্বাচন কমিটি টাকা খেয়ে নির্বাচন না দিয়ে সিলেকশনে একটি কমিটি গঠন করে দিয়েছে । তাই উক্ত পরিষদের সকল শ্রমিক নির্বাচন চাই বলে একটি আলোচনা সভা করেছেন ।

ময়মনসিংহে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Image
ময়মনসিংহের সদরে কথিত বন্দুকযুদ্ধে সজল মিয়া (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশের দাবি, নিহত সজল মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। শনিবার রাতে শহরের নিজামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সজল নগরীর কৃষ্টপুর (দিল রওশন মসজিদ) এলাকার আরজু মিয়ার ছেলে। তার নামে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‌ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে নিজামনগর এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে সজল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোবাইল ফোনে লটারির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ২

Image
মোবাইল ফোনে লটারির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারকচক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন – মূল হোতা মো. রুবেল মুন্সি (৩২) ও তার সহযোগী মো. মিরাজ (৪০)। রোববার সিআইডি জানিয়েছে, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর খিলগাঁও থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। যা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এরই প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর ভোরে সিআইডির ঢাকা মেট্রো পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমার নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে ডেমরা ইউনিটের একটি দল ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোট ছয়টি মোবাইল ফোন এবং ১৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে মোবাইল ফোনে লটারিতে গাড়ি, বাড়ি, অর্থ পুরস্কার পাওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা একাধিক বিকাশ অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলেন। সিআইডির ঢাকা মেট্রো পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, মামলাটির তদন্তসহ প্রতারকচক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার ক

হাতিরঝিলে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক শতাধিক

Image
রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাং কালচার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল থানা ও সংলগ্ন এলাকা থেকে শতাধিক কিশোরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, বেশ কিছুদিন ধরে গ্যাং কালচার বিরূপ আকার ধারণ করেছে। গ্যাং কালচারের বলি হতে হয়েছে বেশ ক’জনকে। সর্বশেষ রাজধানীর মোহাম্মদপুরে মো. মহসিন আলী নামে এক কিশোর খুন হয়। তিনি বলেন, বেশ কয়েকজন অভিভাবক ও স্কুল পড়ুয়া উঠতি তরুণী ইভটিজিং শিকার ও বেপরোয়া আচরণের অভিযোগ করেছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে শতাধিক কিশোরকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয়সহ অভিযোগের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই চলছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে। এডিসি হাফিজ আল ফারুক বলেন, অভিভাবকদের সহযোগিতায় কিশোর গ্যাং কালচার প্রতিরোধে পুলিশ কাজ করছে। কোনো তরুণী যাতে উত্যক্ত কিংবা ইভটিজিং এর শিকার না হয় সেজন্য কার্যকরী